• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ঘুষসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-সহযোগী আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষার লেনদেনের অভিযোগে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুদক।

এ সময় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান ও সহযোগী অফিস সহকারী জুলফিকার আলীকে ৫০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। পরে আনিসুর রহমানের শহরের হাজীপাড়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

সোমবার সকালে এ অভিযান চালান দুদকের দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও সহকারী পরিচালক হাসানুল কবির পলাশ।

দুদকের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক হাসানুল কবির পলাশ জানান, প্রাথমিক শিক্ষা অফিসে কাগজপত্র জমা দেয়ার সময় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করার লোভ দেখিয়ে অবৈধ লেনদেনের মুঠোফোনে অভিযোগ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে অভিযানে টাকাসহ তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সেপ্টেম্বর মাসে। অন্য জেলাগুলোতে মৌখিক পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হলেও অজ্ঞাত কারণে এখনো ঝুলে আছে ঠাকুরগাঁও জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি। এরইমধ্যে ৩০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।