• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

‘চাকরিদাতা’ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

ঢাকার উত্তরা পশ্চিম থানার খানটেক মসজিদ এলাকা থেকে বুধবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীতে ‘চাকরিদাতা’ চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। 

আটক মোশারফ হোসেন জামালপুরের ইসলামপুরের চিনারচরের মো. ছাহের আলীর ছেলে। 

বুধবার রাতে জামালপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি তোফায়েল আহমেদ মিয়া সংবাদ সম্মেলনে বলেন, র‌্যাব-১৪ এর সিপিসি-১ কোম্পানির স্কোয়াড কমান্ডার এএসপি জোনাঈদ আফ্রাদ প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের অবস্থান নির্ণয় করেন। এরপর ঢাকার উত্তরা পশ্চিম থানার খানটেক মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মোশারফকে আটক করা হয়। 

তিনি আরো জানান, প্রতারক চক্রের সদস্যরা জামালপুর, শেরপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি দেয়ার নামে পাঁচ থেকে ১২ লাখের অধিক টাকা হাতিয়ে নেয়। এছাড়া চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করত। তাছাড়া আটক মোশারফের বিরুদ্ধে জামালপুরের ইসলামপুর আদালতে সিআর মামলাসহ একটি ওয়ারেন্ট রয়েছে। প্রতারক চক্রটি দ্রুতই অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।