• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

ক্যাসিনোকাণ্ড তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবেঃ ইকবাল মাহমুদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ক্যাসিনোকাণ্ডে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় তদন্তের প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে। 

ক্যাসিনোর সঙ্গে সরকারি কর্মকর্তারা যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে বলে জানান তিনি।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ক্যাসিনোকাণ্ডে জড়িতদের নাম প্রকাশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, তদন্তের স্বার্থে এখনই জড়িতদের নাম প্রকাশ করা সম্ভব নয়।

দুদক চেয়ারম্যান বলেন, ক্যাসিনো অভিযান আমাদের সাবজেক্ট নয়। তবে এরইমধ্যে ক্যাসিনোকাণ্ডে যে ১৫-২০ জনের তথ্য এসেছে, অবৈধ অর্থ যা এসেছে, আমরা সেই টাকার বৈধতা নিয়ে অনুসন্ধান শুরু করেছি।