• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

ঈদ-উল আযহার আগেই রংপুরে নতুন ট্রেন: রেলমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২০ জুন ২০১৯  

ঈদ-উল আযহার পূর্বেই রংপুর-ঢাকা রুটে আরেকটি নতুন ট্রেন সংযোজন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

বুধবার জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রংপুর বিভাগীয় শহর। সেখান থেকে ঢাকা অভিমুখে মাত্র একটি ট্রেন চলাচল করছে। এই একটি ট্রেন দিয়ে রংপুর অঞ্চলের মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। আগামী কোরবানীর ঈদের আগেই রংপুর -ঢাকা রুটে নতুন আরেকটি ট্রেন চালু করা হবে।

উল্লেখ্য, রেলপথে রংপুর থেকে ঢাকায় যাতায়াতের জন্য ‘রংপুর এক্সপ্রেস’ নামে একটিমাত্র ট্রেন চলাচল করে থাকে। এ অঞ্চলের জনসংখ্যার তুলনায় একটি ট্রেন অনেক কম। সেটিও শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের বিরক্ত এবং হতাশার জন্ম দেয়। এ পরিস্থিতিতে যাত্রীরা একটি দিবাকালীন ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলো রংপুরবাসী।