• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামের ৩২পশুর হাটে চলছে কেনাবেচা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

বালারহাটে পশু কিনতে আশা স্থানীয় শিমুলবাড়ী টেপরীর বাজার এলাকার আব্দুল মান্নান জানান, তারা আগের বছরের মতো এবারো ৫০ হাজার টাকার বাজেট করেন। কিন্তু পশুর বাজারে তাদের বরাদ্দকৃত টাকায় পশু মেলেনি। বাধ্য হয়ে তারা ১২ হাজার টাকা বেশি দিয়ে ৫০ হাজার টাকার একটি ষাঁড় এবার ৬২ হাজার টাকায় কিনেন।

স্থানীয় আরিফুল ইসলাম হাসান জানান, তারা প্রতিবছর ঈদে সাতজন মিলে কোরবানি দেন। এবারো সাতজন ভাগীদার খোঁজার চেষ্টা করছেন তিনি। কিন্তু কোরবানির গরুর দাম বেড়ে যাওয়ায় একসপ্তাহ ধরে তিনি সাতজন ভাগীদার পুরোপুরি পাননি। কারণ কোরবানির পশুর দাম বেড়ে যাওয়ায় বেশি টাকায় ভাগ দিতে রাজী হচ্ছে না অনেকেই।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, জেলার নয় উপজেলার ৩২টি পশুর হাটে এক লাখ কোরবানির পশু কেনাবেচার জন্য প্রস্তুত আছে। এরমধ্যে হাটগুলোতে কোরবানির পশুর কেনাবেচা চলছে। এবার এখানকার পশুর হাটে ভারতীয় গরুর উপস্থিতি অনেক কম রয়েছে। দেশীয় গরু দিয়েই কুড়িগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা মিটবে।