• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

মিঠাপুকুরে চালু হতে যাচ্ছে কৃষি কিয়স্ক (Kiosk) মেশিন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে নানা মূখী পদক্ষেপ গ্রহণ করে চলেছে সরকার। এরই ধারাবাহিকতায় স্থাপন করা হচ্ছে কিয়স্ক (Kiosk) মেশিন।

দৈনিক আবহাওয়া সংক্রান্ত তথ্য সরাসরি উপজেলা কৃষি অফিসে স্থাপিত কিয়স্ক (Kiosk) মেশিনে  ডিসপ্লে হবে।

এখান থেকে সরাসরি ব্লক পর্যায়ে কর্মরত এসএএও (SAAO) দের সরবরাহকৃত ট্যাবে বিভিন্ন তথ্য সরবরাহ করা হবে।

এসএএও গণ এই সকল তথ্য ইউনিয়ন পরিষদে স্থাপিত ডিসপ্লে বোর্ডে স্থানান্তর করবেন। এরফলে, ওই এলাকার কৃষকগণ আবহাওয়া সংক্রান্ত সকল তথ্য, যেমন, বৃষ্টিপাত, তাপমাত্রা, আগাম বৃষ্টিপাতের সম্ভাবনা, বন্যা, খরা ইত্যাদি সকল বিষয়ের হালনাগাদ  তথ্য পাবেন। কৃষকগন সে অনুযায়ী তাদের কৃষি পরিকল্পনা করতে পারবেন। এর ফলে, ফসলের উৎপাদন বাড়বে, উৎপাদন ব্যয় কমবে এবং আবাদে ক্ষতির ঝুঁকি কমবে। এই অত্যাধুনিক কৃষি 'কিয়স্ক' মেশিনটি  ইতিমধ্যে মিঠাপুকুর কৃষি অফিসে আনা হয়েছে। খুব শীঘ্রই মেশিনটি সর্বসাধারণের জন্য চালু করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন।