• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

গাজীপুরের বর্জ্য থেকেই হবে বিদ্যুৎ ও গ্যাস

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

গাজীপুর সিটি করপোরেশনের সব বর্জ্য ডাম্পিং স্টেশনে জড়ো করে মেশিনে রিসাইক্লিং করে এ বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন করা হবে। এতে বছরে আয় হবে ২০ কোটি টাকা।

মঙ্গলবার এ বিষয়ে জাপানের সহায়তায় ১২শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের বর্জ্য থেকেই বিদ্যুৎ ও গ্যাস হবে। জাপানের হামামাটসু নগরীতে এমন বর্জ্য ব্যবস্থাপনা দেখেছি। পরে তাদের প্রযুক্তিতে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মেয়র ইয়াসুটুমু সুজুকির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

তিনি আরো জানান, ১০ মাসের মধ্যে উৎপাদন শুরু করা হবে। এজন্য নগরীর পূবাইল ও বাইমাল নির্বাচন করা হয়েছে।

এছাড়াও তিনি গাজীপুরকে একটি আধুনিক গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়তে আগামীর পরিকল্পনার কথাও তুলে ধরেন।