• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

হিলিতে বিনামূল্যে বীজ-সার পেলেন ২০ কৃষক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

দিনাজপুরের হিলিতে মাসকলাই উৎপাদন বাড়াতে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়েছে।

বুধবার সকালে ২০১৯-২০ অর্থ বছরের খরিফ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের এসব উপকরণ দেয়া হয়। প্রণোদনায় প্রত্যেক কৃষককে এক কেজি করে মাসকলাইয়ের বীজ, পাঁচ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার দেয়া হয়।

প্রণোদনা বিতরণীতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, ইউএনও আব্দুর রাফিউল আলম, কৃষি অফিসার শামীমা নাজনীন, কৃষকলীগের সভাপতি জর্নাদ্দন রায় প্রমুখ।