• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নবাবগঞ্জে মাটি ছাড়াই উৎপন্ন করা হচ্ছে সবজির চারা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯  

দিনাজপুরের নবাবগঞ্জে মাটি ছাড়াই সবজির চারা উৎপন্ন করা হচ্ছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের উঃ মুরাদপুর বালার চড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রহমত আলী ওই চারা উপন্ন শুরু করেছে। রহমত আলী জানায় তাকে এ কাজে সহযোগিতা করছে একটি এন জি ও সংস্থা।

ওই এন জি ও সংস্থা তাকে সকল পরামর্শ প্রদান সহ উপকরন সরবরাহ করছে। রহমতের ভাষায় গত মার্চ মাস থেকে সে চারা উৎপন্নের কাজ শুরু করেছে। প্রথমে চারা তৈরীর জন্য ওই সংস্থার নিকট থেকে ট্রে, কোকোপিট (নারিকেলের ছোবলার পচানো গুড়া), নেট সহ উপকরন ক্রয়ে খরচ পড়েছে তার প্রায় ৩০ হাজার টাকা। ১ম বারে ১০ হাজার চারা উৎপন্ন করে বিক্রি করেছে প্রায় ১৮ হাজার টাকা।

এবারে উৎপন্ন করা চারা বিক্রি করে তার লাভ বেশি আসবে। কারন ১ম বারে যে উপরকনগুলো কেনা হয়েছিল সেটি আর কিনতে হচ্ছে না বলে। সে বেগুন, মরিচ, পেঁপে, পাতাকপি,ফুলকপি সহ নানা ধরনের সবজির চারা উৎপন্ন করছে। সে রাস্তার ধারে চারা নার্সারির যে সাইন বোর্ড দিয়েছে তাতে লেখা রয়েছে ভাল ফলন ভাল দাম ফারমার্স হাবই সমাধান। ফারমার্স হাব সবজি নার্সারি। সহযোগিতায় রয়েছে এস এফ এস এ বাংলাদেশ এবং সমন্বয়ে রয়েছে জি বি কে এন্টারপ্রাইজ লিঃ।