• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নীলফামারীতে সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে গড়ে উঠেছে ইকো পার্ক!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

নীলফামারীর জলঢাকা দুন্দিবাড়ী সাইডের পাড়ে, স্থানীয় বাসিন্দা এবং সমাজকর্মী আখতারুল আলম রিয়াদ ও মামুনুর রশীদ চৌধুরী, সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি করছেন একটি দৃষ্টিনন্দন ইকোপার্ক। এর নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই প্রতিদিন এতে ভিড় করছেন আগ্রহী দর্শনার্থীরা। গত কোরবানি ঈদের দিন এর শুভ উদ্বোধন করেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা। ঘুরতে আসা স্থানীয় এক দর্শনার্থী জানান, পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য খুবই দৃষ্টিনন্দন এবং মোটামুটিভাবে সহজে যাওয়া যায়, এরকম একটা জায়গায় পার্কটি স্থাপন করা হয়েছে। যদিও পার্কটির এখনো বিভিন্ন নির্মাণ কাজ চলমান আছে কিন্তু তারপরেও পার্কটিতে এসে তার ভালো লাগছে। এই পার্কের কাজ শেষ হওয়ার পরে এ পার্কটি আরও দৃষ্টিনন্দন এবং এটি এলাকার একটি অন্যতম পর্যটন স্থান হিসেবে পরিচিতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।