• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

চীনের মতো দ্রুত গতির রেল চালুর পরিকল্পনা রয়েছেঃ রেলমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চীনে দ্রুত গতির অত্যাধুনিক রেল ব্যবস্থার কারণে যাত্রী সেবা বৃদ্ধি সময়ের অপচয় রোধসহ আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও অত্যাধুনিক রেল ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

নূরুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পরিবারগুলো যাতে পুনরায় স্বাবলম্বী হয়ে উঠতে পারে সে জন্য নানাভাবে সহায়তা করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে ২৬ জন দুস্থ অসহায়ের মাঝে লাখ ৮০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ।