• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

চতুর্থ ড্রিমলাইনার বিমান উদ্বোধন আগামী শনিবার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন চতুর্থ বোইং ৭৮৭-৮ বিমান ‘ড্রিমলাইনার’ উদ্বোধন করবেন। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ষোলতম বিমান হতে যাচ্ছে।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজহংস নামে এই চতুর্থ ড্রিমলাইনারটি যুক্তরাষ্ট্রের সিয়াটল বোইং ফ্যাক্টরি থেকে বৃহস্পতিবার ঢাকায় অবতরণ করবে।

বোয়িং কোম্পানি থেকে বিমানটি গ্রহণ করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান কর্তৃপক্ষ, বাংলাদেশ (সিএএবি) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বর্তমানে সিয়াটলে অবস্থান করছে।

২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে দশটি নতুন বিমান ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে। বিমানগুলোর দাম ২ দশমিক ১ বিলিয়ান মার্কিন ডলার।

বিমানটিতে আকাশের ৪৩ হাজার ফুট উঁচুতেও যাত্রীদের ওয়াই-ফাই সেবা প্রদানে সক্ষম। যাত্রীরা এর মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে অবস্থানরত তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান কানাডা থেকেও সম্পূর্ণ নতুন তিনটি ড্যাশ-৮ কিউ৪০০ বিমান ক্রয় করেছে। কানাডার বোম্বারডিয়ার কোম্পানি ২০২০ সালের মার্চ থেকে জুনের মধ্যে বিমানগুলো সরবরাহ করবে।