• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

সংস্কার করা হচ্ছে দিনাজপুরের নয়াবাদ মসজিদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯  

নয়াবাদ মসজিদ বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে, কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। মসজিদটির পাশ দিয়ে চলে গেছে ঢেপা নদী। .১৫ বিঘা জমির উপর এই মসজিদটি তৈরি করা হয়েছে।

মসজিদে প্রবেশের প্রধান দরজার উপর স্থাপিত ফলক হতে জানা যায়, এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্ব কালে জৈষ্ঠ্য, ১২০০ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৯৩ সালে) নির্মাণ করা হয়। সেসময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ। যিনি ছিলেন দিনাজপুর রাজ পরিবারের সর্বশেষ বংশধর। এলাকার অধিবাসীদের কাছ থেকে জানা যায় যে, ১৮ শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি কর্মীরা এই মসজিদটি তৈরি করেন। তারা পশ্চিমের কোন দেশ থেকে এসে নয়াবাদে বসবাস শুরু করে এবং তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করে।

সম্প্রতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই মসজিদটি সংস্কারের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।