• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তিস্তা নদীকে শাসন করতে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে দুই দেশই যাতে তিস্তার পানি সঠিকভাবে ব্যবহার করতে পারে সেজন্য টেকনিক্যাল কমিটি কাজ করছে। এ নদীর পানিতে দুই দেশের মানুষ উপকৃত হবে।

শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বাংটুর ঘাট, রাজারহাট উপজেলার কালোয়ারচর, উলিপুর উপজেলার নাগড়াকুড়া টি বাঁধ ও চিলমারী উপজেলার রমনাঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রাম যাতে বন্যাকবলিত না হয়, সেজন্য বিভিন্ন প্রকল্প নিয়েছি। এরইমধ্যে একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। আরো নতুন প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্পগুলো শেষ হলে কুড়িগ্রামকে বন্যা ও নদী ভাঙনের হাত থেকে বাঁচাতে সক্ষম হবো।

তিনি বলেন, আগামী দুই-তিন বছরের মধ্যে এ এলাকার ভাঙন ও বন্যা কমে আসবে। এলাকাবাসী যাতে প্লাবিত, ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে কাজ চলছে।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রকাশ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশীদ, কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রমুখ।