• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুরে ইউনিসেফ এর কান্ট্রি ডিরেক্টরের ক্যাম্প ও বস্তি পরিদর্শন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর নগরীর ২নং ইস্পাহানী ক্যাম্প ও বস্তি পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর টোমো হোযুমি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ক্যাম্পের জীবনমান ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে ক্যাম্প ও বস্তি পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনে ক্যাম্প ও বস্তিতে বসবাসকারীদের জীবনমান ঘুরে দেখা হয় এবং স্যানিটেশন বিষয়ে খোঁজখবর নেয়া হয়। এসময় তাদের ঘরবাড়ি ও ওয়াসরুম পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ক্যাম্পের বাসিন্দারা জানান, ক্যাম্পে তারা দীর্ঘদিন থেকে অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে মানবেতর জীবনযাপন করে আসছেন। উন্নত জীবন যাপনের স্বপ্ন তাদের কাছে স্বপ্নের মতো।

পরিদর্শনকালে প্রতিনিধিরা জানান, ক্যাম্পের বাসিন্দাদের জীবনের মান ও বসবাসের স্থান পরিষ্কার-পরিছন্ন এবং অবকাঠামোগত উন্নয়ন করতে, রংপুর সিটি করপোরেশনের সাথে পরিকল্পনা গ্রহণ করার জন্য এ পরিদর্শন কার্যক্রম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোরায়ারা সুলতানা মলি, ইউনিসেফ আরবান ফোকাল হাফসা রহমান, প্রোগ্রাম সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস সুমি প্রমুখ।

 ইউনিসেফ বাংলাদেশ এর নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি টোমো হোযুমি, গত রোববার সকালে এই প্রথমবারের মতো রংপুর বিভাগে ইউনিসেফ এর অর্থায়নে বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শনে এসেছেন। দুপুরে নীলফামারীর ডোমার উপজেলায় ইউনিসেফ এর সহযোগিতায় আরডিআরএস এর বাস্তবায়নে বাল্যবিয়ে প্রতিরোধী কার্যক্রম দেখতে যান ইউনিসেফ প্রতিনিধি। রংপুর সফরকালে টোমো হোযুমি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।