• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

প্রত্যেক হাইওয়ের পাশে হবে বিকল্প রাস্তা: অর্থমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

প্রত্যেকটি হাইওয়ের পাশে একটি বিকল্প রাস্তা তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশে সড়কের উন্নয়ন হচ্ছে। এসব উন্নয়নের পাশাপাশি প্রত্যেকটি হাইওয়ের পাশে একটি বিকল্প রাস্তা করা হচ্ছে। দ্রুত গতির গাড়ির সঙ্গে যাতে সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয় সেজন্য এসব বিকল্প রাস্তায় কম গতির গাড়ি চলবে। কারণ, অস্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে আমরা পৃথিবী ত্যাগ করতে চাই না, আমরা স্বাভাবিক মৃত্যুবরণ করতে চাই।

তিনি বলেন, বিদেশিদের প্রযুক্তি ফান্ডগুলো যদি আমরা পাই তাহলে এটা করা সম্ভব হবে। বিশ্বব্যাংক এবং জাতিসংঘ যৌথভাবে কাজে অর্থদানে রাজি হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এখন রাস্তার অনেক উন্নতি হয়েছে। হাইওয়ে হয়েছে, কিন্তু হাইওয়ে কীভাবে আমরা ব্যবহার করবো সেটা কেউ জানি না। চালকরাও জানে না। এজন্য প্রধানমন্ত্রী চালকদের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন।

চালকদের জন্য কিছু স্থাপনা তৈরি করে দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব স্থাপনায় গাড়ি রেখে তারা রেস্ট নিতে পারবেন।