• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

কারওয়ান বাজারে হচ্ছে পুলিশ ফাঁড়ি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখল ঠেকাতে রাজধানীর কারওয়ান বাজারে করা হচ্ছে পুলিশ ফাঁড়ি। পুলিশ চাইলে আজই জায়গা হস্তান্তর করতে পারি।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে অংশ নিয়ে মেয়র এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও সগির হোসেন।

মেয়র বলেন, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী কারওয়ান বাজারে পুলিশের একটি ফাঁড়ি করে দিতে বলেছেন। আমি ডিএমপির সঙ্গে বসেছি, তাদের দীর্ঘ দিনের দাবি একটি পুলিশ ফাঁড়ির। আমি দেখেছি, আমাদের একটি বাড়ি যেটা দীর্ঘ দিন কোনো একটি ক্লাব দখল করে রেখেছিল, সেটি অপসারণ করা হয়েছে। সেই বাড়ির একতলা, দোতলা পুলিশ ফাঁড়ির জন্য ব্যবহার করা যাবে।

তিনি আরো বলেন,পুলিশ চাইলে আমি আজই বুঝিয়ে দিতে পারি। আমি চাই পুলিশ উঠুক, কাজ শুরু করুক। আর যে অবৈধ দখল উচ্ছেদ করলাম, সেটি যেন তারা দেখে রাখে। জায়গাটি যেন পুনরায় দখল না হয়।