• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

‘ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান শর্ত ইন্টারনেট’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯  

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, গ্রামে বসে শহরের সব সুবিধা পেতে মানুষের দোরগোড়ায় ইন্টারনেট পৌঁছে দিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়তে ইন্টারনেটের বিকল্প নেই। এখন টিকে থাকার প্রধান শর্তই ইন্টারনেট।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইসিটি কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব। এজন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ। এখন আইসিটিকে বাধ্যতামূলক পাঠ্যবই করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।

জুনায়েদ আহমেদ পলক আরো বলেন, বর্তমান বিশ্বে ইন্টারনেট পাওয়ার অধিকারকে ষষ্ঠ মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়। আমাদের পাঁচটি মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে ইন্টারনেটের বিকল্প নেই। সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঝালকাঠির ডিসি মো. জোহর আলী, এসপি ফাতিহা ইয়াসমিন, ইনফো-সরকার তৃতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।