• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

‘পর্যটনের প্রসারে প্রয়োজন সঠিক ব্র্যান্ডিং’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশে পর্যটনের প্রসারে প্রয়োজন পর্যটন পণ্যের সঠিক ব্র্যান্ডিং। এসব পণ্যের সঠিক ব্র্যান্ডিং করতে পারলে দেশে বিপুলসংখ্যক পর্যটক আসবেই।

শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা সারাবিশ্বে পরিচিত ছিলাম বীরের জাতি হিসেবে। কিন্তু ৭৫ এর পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদেরকে দরিদ্র, ক্ষুধাপীড়িত, প্রাকৃতিক দুর্যোগ কবলিত ও আইন-শৃঙ্খলা অবনতিশীল দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রথম শাসনামল ও গত ১০ বছরে সে দুর্নাম কাটিয়ে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে, দেশের অভ্যন্তরীণ কানেক্টিভিটি বেড়েছে, রাস্তাঘাটসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে যার প্রত্যেকটি পর্যটনের সহায়ক পরিবেশ তৈরি করে। দেশ আজ সবার জন্য নিরাপদ।

দেশের নারী পর্যটকদের জন্য আরো উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে জানিয়ে মাহবুব আলী আরো বলেন, বিভিন্ন পর্যটন আকর্ষণে ভ্রমণের ক্ষেত্রে নারীদের যেন কোনো প্রকার প্রতিবন্ধকতা মোকাবেলা করতে না হয় সেদিকে দৃষ্টি দেয়া হবে। বিভিন্ন পর্যটন কেন্দ্রে নারীবান্ধব অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডেও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের, টোয়াব এর ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান ও আটাব এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরেফ প্রমুখ।