• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

সামরিক শক্তিতে বাংলাদেশের ১১ ধাপ উন্নতি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

সামরিক শক্তিতে বাংলাদেশ এখন বিশ্বে ৪৫তম। সম্প্রতি সামরিক শক্তি জরিপকারী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের (জিএফপি) চলতি বছরের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। গত বছরের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৫৬তম। অর্থাৎ এক বছরের ব্যবধানে সামরিক শক্তিতে বাংলাদেশের ১১ ধাপ উন্নতি হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, সামরিক সামর্থ্যরে জরিপে কোনো দেশের পরমাণুশক্তির বিষয়টি গ্রহণ করা হয়নি। তবে তালিকা করার ক্ষেত্রে স্বীকৃত ও পরমাণু বোমা আছে বলে সন্দেহ করা হয়- এমন শক্তিধর দেশগুলোকে বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। পাশাপাশি জরিপে প্রাধান্য পেয়েছে ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা। এ ছাড়া দেশগুলোর সামরিক সরঞ্জাম কতটা বৈচিত্র্যপূর্ণ তা-ও বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকা অনুযায়ী সামরিক শক্তিতে এবার বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে তাদের রেটিং ০.০৬১৫। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া (রেটিং ০.০৬৩৯), তৃতীয় চীন (রেটিং ০.০৬৭৩), চতুর্থ ভারত (রেটিং ০.১০৬৫) ও পঞ্চম ফ্রান্স (রেটিং ০.১৫৮৪)। তালিকার ৪৫তম অবস্থানে থাকা বাংলাদেশের রেটিং ০.৭১৫৬। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫তম (রেটিং ০.২৭৯৮), শ্রীলঙ্কা ৯০তম (রেটিং ১.৫৬৮৭) এবং মিয়ানমারের অবস্থান ৩৭তম (রেটিং ০.৬১৬২)।