• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

`পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত ডাবল লাইন স্থাপন করা হবে`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সবকিছু আধুনিকায়ন করা হবে। পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত ডাবল লাইন স্থাপন করা হবে। এছাড়া টঙ্গী থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন স্থাপনের কাজ আগামী জানুয়ারি মাস থেকে কাজ শুরু করা হবে।

মঙ্গলবার বিকেলে রংপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এবস কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাস থেকে বঙ্গবন্ধু সড়ক সেতুর পাশে আলাদা রেলসেতুর নির্মাণকাজ শুরু হবে। শেষ হবে ২০২৩ সালের মধ্যে। রেলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন, কুড়িগ্রাম থেকে আরো একটি আন্তনগর ট্রেন ১৬ অক্টোবর থেকে চালু হবে। ট্রেনটি রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, শান্তাহার হয়ে ঢাকা অভিমুখে যাবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংগঠন্কি সম্পাদক মোতাহার হোসেন মওলা, আনোয়ারুল ইসলাম, দফতর সম্পাদক তৈহিদুর রহমান টুটুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডলসহ রেলের কর্মকর্তারা।