• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

বেরোবিতে উদীচীর ভাষা অভিযাত্রা ও বর্ণ মিছিল 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

সর্বত্র বাংলা ভাষা চালুর দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা উদীচীর আয়োজনে ভাষা অভিযাত্রার ব্যানারে এই বর্ণ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্কের মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

উদীচীর সাধারন সম্পাদক সঞ্জয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি সিরাজুল ইসলাম সাগর। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ভাষার মাসে ভাষার যথাযথ উচ্চারণ ও মর্যাদা সমুন্নত রাখা,সর্বত্র সঠিক উচ্চারণে বাংলা ভাষার প্রয়োগ করা বাঙ্গালি হিসেবে খুব জরুরী।

এসময় তিনি মাতৃভাষার অধিকার সুরক্ষা, দাপ্তরিক কাজে ভাষার ব্যবহার, ব্যনার-সাইনবোর্ড বাংলায় লেখা, রেডি-টেলিভিশনে বিদেশী ভাষার সংমিশ্রনে উপস্থাপনা বন্ধ করা এবং সকল জাতি গোষ্ঠীর মাতৃভাষার অধিকার সুরক্ষার দাবি জানান।