• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

নোবিপ্রবিতে শাড়ি-পাঞ্জাবি ডে পালন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

আনন্দ-উচ্ছ্বাসে, অপরূপ সাজে সজ্জিত হয়ে শাড়ি-পাঞ্জাবি ডে উদযাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১টায় ক্যাম্পাস ঘুরে আনন্দ শোভাযাত্রা, উৎসব পালন করা হয়। তৈরি হয় এক আনন্দঘন পরিবেশের।

দুই বছর ধরে পালন করে আসছেন তারা। এবার প্রথমবারের মতো শাড়ি-পাঞ্জাবি ডে উদযাপন করেছে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা। 

বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে প্রথম বর্ষে গড়ে উঠেছিল ১৩তম ব্যাচের নামে অরিত্রিক ১৩ নামে বন্ধুত্বের প্ল্যাটফর্ম। আর সেই নামে জাঁকজমকপূর্ণ পরিবেশে দিনটিকে স্মৃতির আঁকড়ে ধরে রাখতে সম্মিলিত ব্যাচ ডে উদযাপন করা হয়।

এছাড়া বিকেল ৩টা থেকে গানের আসর ও ঘুড়ি উৎসব উদযাপন হয়েছে।