• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিটেকে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিটেক সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, এমসিকিউ পদ্ধতিতে এবারের ভর্তি পরীক্ষায় ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। চার বিভাগে (ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ৩০টি করে মোট ১২০ আসনের বিপরীতে প্রতি আসনে গড়ে সাত জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও আবেদনপত্রে তাদের পছন্দ মাফিক বিভাগ অনুসারে বণ্টন করা হবে।

বিটেকের নিজস্ব ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল ২৭ নভেম্বরের ভেতর প্রকাশ করা হবে।

বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.btec.gov.bd) বা বস্ত্র পরিদপ্তরের ওয়েবসাইট (www.dot.gov.bd) থেকেও জানা যাবে।