• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবিতে এ বছর ১২ হাজার বেশি আবেদন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৪ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় গতবারের তুলনায় প্রায় ১২ হাজার বেশি আবেদন জমা পড়ে।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ২১টি বিভাগে কোটাসহ মোট ১৩১৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭০ হাজার ৬ শ' ৬৭ । মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, 'এ' ইউনিটের (কলা অনুষদ) ১৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৮ হাজার ২৭০ জন এবং প্রতি আসনে লড়বে ৯৩ জন। 'বি' ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৩৭৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৮১২ জন এবং প্রতি আসনে লড়বে ৫৩ জন। 'সি' ইউনিটে (বিজনেস স্টাডিস অনুষদ) ২৪৫টি আসনের বিপরীতে ৮ হাজার ১২৩ জন এবং প্রতি আসনে লড়বে ৩৩ জন । 'ডি' ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ২৮০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯০১ জন এবং প্রতি আসনে লড়বে ৩২ জন। 'ই' ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ১০০টি আসনের বিপরীতে ৬ হাজার ৯৬৬ জন এবং প্রতি আসনে লড়বে ৭০ জন । 'এফ' ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ১২০ টি আসনের বিপরীতে ৮ হাজার ৫৯৬ জন এবং প্রতি আসনে লড়বে ৭১ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, আগামী (২-৬) ডিসেম্বর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এ পাওয়া যাবে।