• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

পাবিপ্রবিতে ২১ আগস্টের মামলার রায় কার্যকরের দাবি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ উপলক্ষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি মৌন ও শোক মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিলটি প্রশাসনিক ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির কাছে ব্যর্থ হয়ে জঙ্গী রাষ্ট্র কায়েম করতে বিএনপি-জামায়াত সরকার পরিকল্পিতভাবে এ হামলা করে। শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে শেষ করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিল তৎকালীন সরকার। অথচ শেখ হাসিনা এখন সারা বিশ্বের কাছে ন্যায় ও মানবতার আদর্শ। ২১ আগস্ট ঘটনার নায়কদের দ্রুত শাস্তি বাস্তবায়নের মাধ্যমে অপশক্তি মুক্ত বাংলাদেশ গড়ুন।

প্রক্টর ড. প্রীতম কুমার দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ, শিক্ষক সমিতির সভাপতি ড. ওমর ফারুক , সাধারণ সম্পাদক ড. ফজলুল হক, কর্মকর্তা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, কর্মচারী পরিষদের সহসভাপতি ইশতায়িক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক লে.কর্নেল জিএম আজিজুর রহমান(অব.), বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. সাইফুল ইসলাম,  ডিনদের মধ্যে প্রফেসর ড. মো. মুশফিকুর রহমান, ড. শেখ রাসেল আল আহেম্মদ, ডীন ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. মো. হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা মাহমুদুল ইসলাম, রিজেন্টবোর্ডের সদস্য ড. আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক প্রফেসর মীর খালেদ ইকবাল চৌধুরী, ড. মো. খায়রুল ইসলাম, ড.মো. আমিরুল ইসলাম, মো. রাশেদুল হক, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্মসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান,সহকারী প্রক্টরবৃন্দ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।