• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

হাবিপ্রবিতে নতুন একটি বড় বাস ও একটি মাইক্রোবাসের উদ্বোধন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নতুন একটি বড় বাস ও একটি মাইক্রোবাসের উদ্বোধন করা হয়েছে।গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ফজিলাতুন্নেসা মুজিব হলের হল সুপার ডাঃ মোছাঃ আফরোজা খাতুনসহ অন্যান্য শিক্ষক,কর্মকর্তা, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, আমি সব সময় শিক্ষার্থীদের জন্য কাজ করতে উদগ্রীব, কারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। হাবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি হলো যাতায়াত সমস্যা। দ্রুত শিক্ষার্থী বাড়ানোর ফলে এটি আরো প্রকট আকার ধারন করেছে। গাড়ির সংখ্যা ধাপে ধাপে বাড়ানোর মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। সামনে আরো বড় বাসসহ অত্যাধুনিক মোবাইল ভেটেরেনারি ক্লিনিক আসবে বলেও জানান। তিনি বলেন ভেটেরিনারি ক্লিনিক এই এলাকার প্রান্তিক মানুষের গবাদিপশুর চিকিৎসায় গুরুপ্তপূর্ণ ভুমিকা পালন করবে। 

এ সময় পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মফিজ উল ইসলাম বলেন, গত বিশ বছরে বিশ্ববিদ্যালয়ে মোট ২৪ যানবাহন এসেছে, সেখানে বর্তমান মাননীয় ভিসি স্যারের সময়ে মাত্র আড়াই বছরে ১১ টি যানবাহন এসেছে। পাশাপাশি এই বছর আরও দুই - তিনটি বড়বাস সহ কয়েকটি যানবাহন আসার কথাও বলেন তিনি।