• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

রাবিতে আসছেন ড. আতিউর রহমান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান।রাবির সেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্ল্ড লিংকআপ’এর উদ্যোগে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে শনিবার।

এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান ওয়ার্ল্ড লিংকআপ’র সভাপতি মাসুম বিল্লাহ।

শনিবারের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান।

‘ওয়ার্ল্ড লিংকআপ’ নামের এই সেচ্ছাসেবী সংগঠনটি ২০১৬ সালে ৮ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বর্তমানে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি গোলের মধ্যে ১৩টি গোল নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। গোলগুলোর মধ্যে রয়েছে - ‘নো পোভার্টি টিম, জিরো হাঙ্গার টিম, গুড হেলথ্ এ্যা- ওয়েল-বিং টিম, কোয়ালিটি এডুকেশন টিম, জেন্ডার ইকুয়ালিটি টিম, ক্লিন ওয়াটার এ্যা- স্যানিটেশন টিম, এ্যাফোরড্যাবল এ্যা- ক্লিন এ্যানার্জি টিম, ডিসেন্ট ওয়ার্ক এ্যা- ইকোনমিক গ্রোথ টিম, ইন্ডাস্ট্রি ইনোভেশন এ্যা- ইনফ্রাস্ট্রাকচার টিম, রিসপনসিবল কনসামশান এ্যা- প্রোডাকশান টিম, ক্লাইমেট এ্যাকশান টিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘ওয়ার্ল্ড লিংকআপ’ এর সাধারণ সম্পাদক আসমা সুলতানা, এ্যাডমিন সদস্য আসমা মোহাম্মদ, ইমিগ্রেশন সদস্য সুমাইয়া রহমান, মিডিয়া এ্যা- পাবলিকেশন সদস্য জান্নাত ঐশি প্রমুখ।