• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

‘শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করতে হবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বলেছেন, যারা শিক্ষার্থী রয়েছ এখন থেকেই তোমরা সত্যিকারের মানুষ হতে হবে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানুষ ও দেশের কল্যাণে তোমাদের কাজ করতে হবে।

বুধবার বিকেলে রংপুর দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে স্টুডেন্ট অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পেইনে তিনি এ কথা বলেন। কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি এর আয়োজন করে।

আরপিএমপি কমিশনার বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের ওপর। শিক্ষার উদ্দেশ্যই বিশ্ব মানবতার কল্যাণ। তাই তোমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। তোমাদের জীবনে যাতে কোনো কালিমা ছুঁতে না পারে সেজন্য সচেষ্ট থাকতে হবে।

দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নাজমুর রহমান জিএর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রংপুর পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (ডিসি) সদর ও প্রশাসন মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) সদর ও প্রশাসন আবদুল্লাহ আল ফারুক ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি ইদ্রিস আলী।

এর আগে কমিউনিটি পুলিশিং ও রংপুর মেট্রেপলিটন পুলিশের আদর্শ উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির কর্ম পরিকল্পনা উপ-কমিটির আহবায়ক গোলাম জাকারিয়া পিন্টু।