• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

বিশেষ সুবিধায় আসছে সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

আবারো বিশেষ সুবিধা পেতে যাচ্ছে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তিন বিষয়ে ফেল থাকলেও ‘বিশেষ ব্যবস্থায়’ চলতি ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তারা।

কিন্তু তিনটির বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় ১ম বর্ষে ভর্তির জন্য সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। এতে তাদের দ্বিতীয় বর্ষে উঠার কোনো সুযোগ নেই।  

এমন তথ্য নিশ্চিত করেছেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি আরো বলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ এবং আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা হয়েছে। দুই একদিনের ভেতর অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন হবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।