• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

জাবিতে ‘সি ১’এবং ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ‘সি ১’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে  (www.ju-admission.org) এই ফলাফল প্রকাশ করা হয়।

গতকাল তৃতীয় শিফটে ‘সি ১’ ইউনিটের এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।

এ বছর  ‘সি ১’ ইউনিটে ৯ হাজার ২৬৮ জন এবং ‘ই’ ইউনিটে ২০ হাজার ৮৫৬ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ফলে ‘সি ১’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ১৫১ জন এবং ‘ই’ ইউনিটে ১০৪ জন শিক্ষার্থী লড়াই করেছেন।