• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফাতেমা তুজ জোহরার একক পরিবেশনা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

শুদ্ধ সংস্কৃতি চর্চায় নিবেদিত সংগঠন শুদ্ধমঞ্চের এবারের আসরে গাইবেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা। শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায়, আগারগাঁও, কুশলী ভবন মঞ্চে, অনুষ্ঠিত হবে কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর একক পরিবেশনা।

এতে তিনি নিজের প্রিয় কিছু গানের পাশপাশি দর্শকশ্রোতাদেও অনুরোধের গানও গাইবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সঙ্গীত প্রেমিরা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছেন ‘Daily Women Bangladesh’

‘শুদ্ধমঞ্চ’ প্রতি মাসে একটি করে নিয়মিত অনুষ্ঠান করে আসছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট উপস্থাপক মসিউদ্দিন খান সমীর বলেন, সঙ্গীত প্রেমী সবার জন্য আমাদের এই আয়োজন। অনুষ্ঠানিটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা রুনা। শুদ্ধ সংস্কৃতিকে ভালোবাসেন এমন সবার জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত।

ফাতেমা তুজ জোহরা তৎকালীন বৃহত্তর বগুড়া জেলার জয়পুর হাটের এক সংস্কৃতিমনা পরিবাওে জন্ম গ্রহন করেন। তার পিতা সৈয়দ ফরিদ উদ্দীনের কােেছ সঙ্গীতে প্রাথমিক তালিম নিয়েছেন।