• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

তিন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি দিলেন অনন্ত জলিল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

তিন দৃষ্টি প্রতিবন্ধীকে নিজের প্রতিষ্ঠানে চাকরি দিলেন ঢালিউডের দর্শকপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনজন দৃষ্টি প্রতিবন্ধী অনন্তের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ অব কোম্পানিজে কর্মের সুযোগ পেলেন। চাকরিপ্রাপ্তরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা পারভীন আক্তার ও রিপা তাবাসসুম এবং সমাজবিজ্ঞান থেকে পাস করা পারুল বেগম।

শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের ৮নং ফ্লোরে এই তিন জনের হাতে নিয়োগপত্র তুলে দেন অনন্ত। এ সময় অারো উপস্থিত ছিলেন অনন্তের স্ত্রী ও দর্শকপ্রিয় চিত্রনায়িকা বর্ষা, ডিবে ফর ডেমোত্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও উদ্যক্তা সুমন ফারুক। এ সময় অনন্ত বলেন, আমার প্রতিষ্ঠানে এখন ১১ হাজার লোক চাকরি করছেন। আমি বেশ কয়েকবার সিআইপি’র স্বীকৃতি পেয়েছি। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে এটা অন্য কাউকেও দিতে পারতেন। আমি আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জানাই।

তিনি বলেন, ১১ হাজার লোকের কর্মসংস্থান যে প্রতিষ্ঠানে সেখানে ৩জন দৃষ্টি প্রতি বন্ধির চাকরির ব্যাবস্থা করাটা খুবই অল্প। আগামী কিছু দিনের মধ্যেই আরও দুজনকে নিয়েগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই প্রতিবন্ধিদের অফিস টাইম হবে ১ থেকে ৪টা এবং এদের যাতায়াতের জন্য আলাদা গাড়ীর ব্যাবস্থ করেছি।