• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রাজ্জাক মারা গেছেন    

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বিকেলে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। সম্প্রতি বগুড়ার একটি হাসপাতালে তার কিডনি ডায়ালাইসিস চলছিল। এই অবস্থায় গত ২ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে প্রথমে শজিমেক হাসপাতালে ও পরে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুর রাজ্জাক প্রাকৃতিক উপায়ে বালাইদমন তত্ত্ব উদ্ভাবন করে রাষ্ট্রপতি স্বর্ণপদক পান।

কৃষিবিদ আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুস সাকুর জানান, সোফায় বসে থাকা অবস্থায় তার স্ট্রোক হয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে এনেছিলাম। এরপর আর তার জ্ঞান ফিরে আসেনি। শেষমেষ আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন পরপারে।

কৃষিবিদ আব্দুর রাজ্জাক দেশের নানা স্থানে কৃষি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক সময় তিনি বাংলাদেশ টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠান ধারণ ও উপস্থাপন করেছেন। ২০১০ সনে তিনি জেলা কৃষি অফিসার (সিটিএস) পদ থেকে অবসরে যান।