• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

মন্ত্রীদের সাড়ে ৯টার মধ্যে অফিসে আসার আহ্বান মোদির

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ জুন ২০১৯  

বাসায় বসে অফিসের কাজ না করে সকাল সাড়ে নয়টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে ভারতের নতুন মন্ত্রিসভাকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার এক সভায় মোদি বলেন: প্রত্যেক মন্ত্রণালয়কে আমি বলব, আপনারা সকাল সাড়ে নয়টার মধ্যে অফিসে প্রবেশ করবেন। বাসায় বসে অফিসের কাজ করা থেকে বিরত থাকবেন।

এসময় তিনি তার মন্ত্রিসভাকে পরামর্শ দেন, কেউ যদি ব্যক্তিগত কাজ বা অন্য কোনো কারণে বাইরে থাকেন তাহলে একনাগাড়ে ৪০ দিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকতে পারবেন না।

মোদি বলেন: নতুন মন্ত্রিসভার সাথে রাজ্যের এমপিদের কাজের খুব একটা পার্থক্য থাকবে না।

এসময় প্রধানমন্ত্রী সামনের পাঁচ বছরের কাজের এজেন্ডা নিয়ে মন্ত্রীদের সাথে কথা বলেন এবং আগামী ১০০ দিনে সরকারের ভিন্ন ভিন্ন সেক্টরে উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করেন।