• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কায়রোতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৯

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

মিসরের রাজধানী কায়রোতে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। শিগগিরই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সোমবার (৫ আগস্ট) স্থানীয় সময় ভোরে কায়রোর মধ্যাঞ্চলে অবস্থিত জাতীয় ক্যানসার ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সড়কটির কার্নিশ দিয়ে ট্রাফিকের বিরুদ্ধে চলা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রথমে আরও তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটায়। এর পরপরই বিকট শব্দে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।

তবে এখনও কোনও ব্যক্তি বা গোষ্ঠী এ গাড়িবোমা হামলার দায় স্বীকার করেনি ‍বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দেশটির পাবলিক প্রসিকিউটররা ভয়াবহ এ হামলার কারণ অনুসন্ধানে নেমেছেন।