• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনে নিহত ৮

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

ইয়েমেনের মারিব শহরের জনবহুল জেলা রাওদায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুথিরা। হামলায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার দেশটির তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি এক টুইট বার্তায় হামলার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, হুথিদের হামলায় চার নারী এবং চার শিশু নিহত হয়েছে। এছাড়া আরো অনেকে নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি ইরান সমর্থিত হুথিরা।

এর আগে গত জানুয়ারিতে মারিবের উত্তরাঞ্চলে অবস্থিত আল-নসর সামরিক শিবিরে ছোঁড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুথিদের দায়ী করা হয়। হামলায় শতাধিক সেনা ও আধা সামরিক সেনা নিহত হয়। তবে সে হামলার দায় অস্বীকার করে হুথিরা।