• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়ায় এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

প্রাকৃতিক দুর্যোগ যেন পিছুই ছাড়ছে না অস্ট্রেলিয়ার। ভয়াবহ দাবানলের মধ্যেই অতি বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছিলো বন্যার। তার রেশ না কাঁটতেই এবার আঘাত হানতে যাচ্ছে আরেক প্রাকৃতিক দুর্যোগ।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী আবহাওয়ার কারণে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগিয়ে আসছে ক্যাটাগরি তিন মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়। এর প্রভাবে দেশটির নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বের ২০টি অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সঙ্গে থাকবে তীব্র ঝড়ো হাওয়া।

এদিকে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সিডনিতে শনিবার একটি ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিলো। তবে প্রতিকূল আবহাওয়ার জন্য সেই ম্যাচটিও পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ঘূর্ণিঝড়টি আগামী শনিবারের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে তারা ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এছাড়া এরইমধ্যে উপকূলবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।