• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

অজ্ঞাতরোগে আক্রান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

নাইজেরিয়ায় অজ্ঞাত এ রোগের জন্য সতর্কতা জারি করেছে সরকার। গত এক সপ্তাহে ১৫ জন মারা গেছেন এই রোগে। আক্রান্ত হয়েছেন কয়েক ডজন। দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর প্রচার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট।
ইন্ডিপেনডেন্ট তাদের প্রতিবেদনে জানায়, নাইজেরিয়ার রাজধানী আবুজারর দক্ষিণ-পূর্বে বেনিউ স্টেটে সর্বপ্রথম এটি দেখা যায়। রোগটি হলে বমি, ডায়রিয়া ও শরীর ফুলে যায়।

নাইজেরিয়ার পার্লামেন্ট সদস্য আবা মোরো দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি পোস্টকে জানান, ৩ ফেব্রুয়ারির পর থেকে আক্রান্তের সংখ্যা ১০৪ এ দাঁড়িয়েছে। নতুন এ রোগে আক্রান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু হচ্ছে বলে জানান আবা মোরো।

রোগটি সম্পর্কে জানার জন্য যেসব এলাকায় এ রোগের প্রাদুর্ভাব রয়েছে, সেসব এলাকায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। এছাড়া নাইজেরিয়া রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি) রোগটির বিস্তার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে।

মাছ ধরায় ব্যবহৃত রাসায়নিক থেকে এটি ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সরকারি কর্মকর্তারা।