• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

ফেসবুকেও জনপ্রিয়তার শীর্ষে ট্রাম্প! 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

ভারতে আসার জন্যে নাকি উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প, আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারতে আসার আগে ফেসবুকে জনপ্রিয়তার উদাহরণ তুলে ধরলেন তিনি।
শনিবার সকালে এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি এটা একটা বড় সম্মান। মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন আমি ফেসবুকে জনপ্রিয়তায় ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২ নম্বরে রয়েছেন। আসলে, আমি আগামী দুই সপ্তাহের মধ্যেই ভারতে যাচ্ছি। তাই এই সফরের জন্যে দিন গুণছি এখন।

ট্রাম্পের ওই টুইটের জবাবে মোদি লিখেন, ভারত অতিথিদের মনে রাখার মতো করে স্বাগত জানাবে। এই সফর ভারত-মার্কিন বন্ধুত্বকে আরো দৃঢ়তর করতে সাহায্য করবে, আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দু'দেশের সম্পর্ককে।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফার্সট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। গুজরাটের আমেদাবাদ এবং নয়া দিল্লিতে যাবেন তিনি।

ভারতীয় সংবামাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, ভারতের পা রাখার পর সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে গুজরাটের আহমেদাবাদে নিয়ে যাওয়া হবে। সেখানে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন তিনি। মোতেরা স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে দেশের হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানটিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

এছাড়া, এ সফরেই ভারত ও আমেরিকার মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের ভারত সফরের মূল উদ্দেশ্য এই বাণিজ্য চুক্তি হলেও দু'দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে সন্ত্রাসবাদ রোধে একসঙ্গে পদক্ষেপ নেয়াসহ আরো নানা বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।