• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

রাজার সই জাল করেছেন সৌদি যুবরাজ!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪  

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে নিজের বাবা রাজা সালমানের স্বাক্ষর জাল করেছিলেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার (১৯ আগস্ট) বিবিসি-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল-জাবরি। বিবিসিকে আল-জাবরি বলেন, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একজন বিশ্বাসযোগ্য ও  নির্ভরযোগ্য কর্মকর্তা তাকে নিশ্চিত করেছেন যে যুবরাজ মোহাম্মদ তার পিতার পরিবর্তে যুদ্ধ ঘোষণার রাজকীয় ডিক্রিতে স্বাক্ষর করেছেন। বিবিসির ওই সাক্ষাৎকারে এমন দাবির পেছনে কোন প্রমাণ হাজির করেননি সাদ। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি সৌদি আরব। সৌদি রাজ্য তাকে একজন সাবেক নিন্দিত সরকারি কর্মকর্তা হিসাবে উল্লেখ করেছে। আল-জাবরি একজন সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা যিনি কানাডায় নির্বাসিত জীবনযাপন করছেন। তার দুই সন্তানকে কারারুদ্ধ করা নিয়ে সৌদি রাজ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছে। তাকে সৌদি আরবে ফিরিয়ে আনতে দুই সন্তানকে কারারুদ্ধ করা হয়েছে বলে দাবি করেন সাদ। যুবরাজ মোহাম্মদের বিরুদ্ধে যখন অভিযোগ করা হলো তখন তিনি সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা হিসাবে কাজ করছেন। মাঝে মাঝেই ৮৮ বছর বয়সী তার বাবা রাজা সালমানের বদলে তিনি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া যুবরাজ হওয়ার পর থেকেই ভিন্নমতের বিরুদ্ধে বা তাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন কিছু কঠোর হাতে দমন করা শুরু করেন মোহাম্মদ।  
২০১৫ সালের ২৬ মার্চ হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তখন ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে সামরিক সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওই যুদ্ধে ১ লাখ ৫০ হাজারের বেশি প্রাণহানি হয়েছে, যা বিশ্বের ভয়াবহতম মানবিক বিপর্যয়ের একটি হিসেবে বিবেচিত।