• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

নীলফামারীতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২০  

নীলফামারীর ডোমারে শীতকালীন মহড়ার অংশ হিসেবে অসহায় ও শীতার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে উপজেলার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ৩০ বীর-এর আয়োজনে এ সেবা দেয়া হয়।

১০ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কেন্দ্রে উপস্থিত ছিলেন রংপুর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম।

সেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ কর্নেল ডা. আলিফা, শিশু বিশেষজ্ঞ মেজর ডা. ইয়াছিন, চক্ষু বিশেষজ্ঞ লে. কর্নেল ডা. রিনা, প্যাথলজিস্ট লে. কর্নেল জামাল ও মেজর সাহেদ।