• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

নীলফামারীর প্রশ্ন ফাঁসের প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

এসএসসি/সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্য হিসেবে হাসিনুর ইসলাম(১৭) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি/২০২০) রাতে আটোয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মইনুল হকের ছেলে। 


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব-১৩) ক্রাইম প্রিভেশন কাম্পানী-২(সিপিসি-২) সুত্র জানায়, এসএসসি/দাখিল পরীক্ষা ২০২০’এর প্রশ্নপত্র ফাঁসকারী একটি চক্র প্রতারক মূলক ভাবে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদে তদন্ত চালিয়ে সত্যতা পাওয়া যাওয়ায় ভিত্তিতে হাসিনুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথন ও ভুয়া প্রশ্নপত্রের  ছায়ালিপি জব্দ করা হয়। 


সিপিসি-২ কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে আটোয়ারী থানায় তার বিরুদ্ধে মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার(৭ ফেব্রæয়ারি/২০২০) আদালতের মাধ্যমে তাকে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণ করা হয়।