• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

নীলফামারী জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (ইনু) নীলফামারীর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় আজিজুল ইসলামকে সভাপতি এবং জাবির আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। 
রবিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার। সম্মেলনের উদ্বোধন করেন দলের কন্দ্রেীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা রফিক উদ-দৌলা চান।


জেলা জাসদের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মনা, সদস্য লিয়াকত আলী, বাবু কুমারেশ রায়, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান বাদশা। সম্মেলণ সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জাবির আক্তার প্রামাণিক ও জলঢাকা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু।


প্রধান অতিথির বক্তব্যে জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, শেখ হাসিনার  নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে যাত্রা করেছে বাংলাদেশ। সারা বাংলাদেশেই আজ উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগের সাথে জাসদ ইনুর ঐক্য আছে থাকবে।