• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

ডোমারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

ডোমারে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক গ্রেফতার

নীলফামারীর ডোমারে এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাগডোকরা গ্রামের ইউসুফ আলীর ছেলে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান। 

এ বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃষ্ণা রানীর বাবা দুলাল রায় হত্যার প্ররোচনার দায়ে ডোমার থানায় মামলা করেন। 

গত ২ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানী রায়ের প্রবেশ পত্রে বাণিজ্য বিভাগের জায়গায় প্রধান শিক্ষকের অবহেলায় মানবিক বিভাগ আসে। তৃষ্ণা রানী এর প্রতিবাদ করায় প্রধান শিক্ষক তৃষ্ণাকে অপমান করে স্কুল থেকে বের করে দেয়। পরে বাড়িতে এসে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

তৃষ্ণার মৃত্যুর ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানব বন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ করেন।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এজাহারের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।