• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

নীলফামারীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে তিন লাখ শিশুকে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

নীলফামারীতে শনিবার জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ৭ হাজার ৪ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩১ হাজার ৩৯২ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৬৫৩।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ইপিআই মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল। 

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিকুর রহমান শেখ ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদেল সোহেল, নীলফামারী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান ও নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন। 

এতে জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে জেলার ১ হাজার ৫৪০টি কেন্দ্রে। 

এজন্য ৩ হাজার ৮০ জন স্বেচ্ছাসেবক এবং ১৯১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। 

সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন কেন্দ্রগুলোতে ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কেউ বাদ পড়ে তাদের পরিবর্তিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।