• বুধবার ০৩ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৫ জ্বিলহজ্জ ১৪৪৫

অবশেষ শিশু ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

নীলফামারী জেলার ডিমলায় বহুল আলোচিত ৮ বছরের কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মমিনুর রহমান ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী মুন্সিপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে।

আটকের বিষয়ে রোববার (৯ জুন) দুপুর ১২টার দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানান, রোববার সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমান বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-৪, ব্যাটালিয়ন সদরের একটি অভিযানে মমিনুর রহমানকে গ্রেপ্তার। তার বিরুদ্ধে নীলফামারীর ডিমলা থানায় তার বিরুদ্ধে সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১) মামলা রয়েছে।

বিজ্ঞপ্তীতে আর বলা হয়েছে, গত শুক্রবার (১৭ মে) দুপুর ১১টার দিকে ওই শিশু মমিনুর রহমানের বাড়ির পার্শ্বে খেলাধুলা করছিল। ওই সময় বাড়িতে কেউ না থাকায় আসামি শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশুটির যৌনাঙ্গ ফেটে গুরুতর রক্তাক্ত জখম হলে শিশুটির কান্না ও চিৎকারে বাদী সহ আরো লোকজন এসে ঘটনাস্থল হতে শিশুকে উদ্ধার করেন এবং আসামি তাকে ধর্ষণ করেছে বলে শিশুটি জানান। বাদী উপস্থিত লোকজনের সহায়তায় শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং সেখানে অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিম দীর্ঘদিন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল। অপরাধ সংঘটিত হওয়ার পর থেকে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য সংগ্রহ এবং আসামিকে গ্রেপ্তারের বিষয়ে কাজ করতে শুরু করে৷ এরই ফলশ্রুতিতে অদ্য অভিযান পরিচালনা করে ধর্ষক মমিনকে গ্রেপ্তার করা হয়।