• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

২০ দলীয় জোটে নতুন তিন দল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে আরো ৩ রাজনৈতিক দল। এর মধ্য দিয়ে ২০ দল এখন ২৩ দলীয় জোটে পরিণত হয়েছে। ২৩ দল হলেও ২০ দলীয় জোটের নাম থাকবে অপরিবর্তিত।

নতুন দলগুলো হলো- পিপলস পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ মাইনরিটি জনতা দল।

তন্মধ্যে পিপলস পার্টির আহ্বায়ক রিটা রহমান হলেন মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে। আর বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান হলেন এহসানুল হুদা ও বাংলাদেশ মাইনরিটি জনতা দলের সাধারণ সম্পাদক হলেন সুপ্রীতি কুমার বালো।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে ২০ দলীয় জোট যোগদান করেন নতুন তিন দলের নেতাকর্মীরা।

এর আগে বৈঠকে বসে ২০ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, আজকে ২০ দলীয় জোটের বৈঠক মুলতবি করা হলো, আগামী শনিবার পুণরায় বৈঠক অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাপার মোস্তফা জামাল হায়দার, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওন সাদেকী প্রমুখ।