• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

১৫ ও ২১ আগস্ট একসূত্রে গাঁথা: নৌপ্রতিমন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,১৫ই আগস্ট ও  ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ২১ আগস্ট গ্রেনেড হামলা পরিকল্পনা করা হয়েছিল হাওয়া ভবন থেকে তা আজ প্রমাণিত।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিবি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্র‌তিমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের বিচার হয়নি। আগামী দিনে এই হত্যার রহস্য উদঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করতে হবে।

জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন মন্তব্য ক‌রে তিনি ব‌লেন, জিয়া মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তি‌নি মু‌ক্তি‌যুদ্ধের প‌ক্ষে ছি‌লেন না। 

‌তি‌নি আরো ব‌লেন, আজকে সময় হয়েছে ২১ আগস্টের খুনিদের এবং সমর্থনকারীদের নির্মূল করতে হবে তা না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।

বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রাশেদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।