• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

প্রথম দিনে বিক্রি হয়নি এরশাদের শূন্য আসনের ফরম

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯  

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য রয়েছে রংপুর- ৩ সংসদীয় আসন। দ্রুতই নির্বাচনী তফসিল ঘোষণা হবে। তাই প্রার্থী নিশ্চিত করতে আজ থেকেই মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দেয় পার্টি। তবে বিতরণের প্রথম দিনে একটি ফরমও সংগ্রহ করেননি কোনো প্রার্থী।

রোববার রাজধানী বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রংপুর- ৩ আসন জাতীয় পার্টির কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই তফসিল ঘোষণার আগেই সার্বিক প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।

ফরম বিতরণ সম্পর্কে বলেন, ফরম আজই সংগ্রহ হবে এমন বাধ্যবাধকতা নেই। এখনো সময় আছে। প্রস্তুতির জন্য নির্বাচনী তফসিল ঘোষণার আগেই আমরা একটি মনোনয়ন বোর্ড গঠন করেছি। তারা যাচাই-বাছাই করে জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ করবে।

এর আগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি বাস্তবায়ন করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ৩১ আগস্ট সারাদেশের প্রতিটি থানা ও উপজেলায় হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানিতে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, আহসান আদিলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, মোস্তাফিজুর রহমান নাঈম, হাজি নাসির উদ্দিন সরকার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।